ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘দক্ষতা অর্জন করলেই নিরাপদ অভিবাসন সম্ভব’

‘দক্ষতা অর্জন করলেই নিরাপদ অভিবাসন সম্ভব’

কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জন করে জেনে-বুঝে বিদেশ গেলেই আর প্রতারিত হওয়ার ভয় থাকে না। দক্ষতা অর্জন করলেই নিরাপদ অভিবাসন সম্ভব। আমাদের সবারই উচিত কাজের খোঁজে বিদেশ যাওয়ার আগে আয়-ব্যয়ের হিসেব করে তারপর সিদ্ধান্ত নেওয়া এমন মন্তব্য করেছেন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

গত সোমবার টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘নিরাপদ অভিবাসন ও টেকসই পুনরেকত্রীকরণ’ বিষয়ক উপজেলা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন- মানুষ উন্নত জীবনের স্বপ্নে সহায়-সম্পদ বিক্রি করে বিদেশ যায়, কিন্তু সঠিক পথ না জানার কারণে অনেকেই সফল হতে পারে না। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের অধীনে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে টঙ্গীবাড়ী থানার ওসি মাইদুল ইসলাম বলেন, বিদেশ পাঠানোর নামে মুন্সীগঞ্জে অনেক ধরনের প্রতারণা হয়। তবে এসব অপরাধ মোকাবিলায় বিভিন্ন সরকারি সংস্থার সাথে মিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে।’

আয়োজনের অন্য বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মালেক নিজ বক্তব্যে বিদেশ যাওয়ার আগে যথাযথ স্বাস্থ্য পরীক্ষা এবং সরকারি নিয়ম মেনে বিদেশ যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা পারভেজ ভূঁইয়া বলেন, বিদেশ যাওয়ার আগে ভিসা ও চুক্তিপত্র অবশ্যই যাচাই করতে হবে। তিনি এসময় ক্ষতিগ্রস্ত বিদেশ-ফেরতদের জন্য প্রত্যাশা-২ প্রকল্পের দেওয়া সেবাগুলোর প্রশংসা করে সমাজসেবা অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নানা ধরণের সেবার কথাও তুলে ধরেন।

কর্মশালায় প্রত্যাশা-২ প্রকল্পের কার্যক্রম, বিদেশ ফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণ এবং নিরাপদ অভিবাসন সচেতনতা গড়ে তোলা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মুন্সীগঞ্জ এমআরএসসির কো-অর্ডিনেটর শাওন রায়। ব্র্যাকের মুন্সীগঞ্জের জেলা সমন্বয়ক মো. আল আমিনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পৃথিশ চন্দ্র পাল, যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান এবং দৈনিক মুন্সীগঞ্জের কাগজের চিফ রির্পোটার ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা।

কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের সদস্য, প্রবাসবন্ধু ফোরামের সদস্য এবং বিদেশফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত