
রংপুরের গঙ্গাচড়ায় ভিডিও বানাতে গিয়ে সেতু থেকে তিস্তা নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর নীরব রায় উৎসের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিস্তা সেতু থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কালমাটি গোবর্ধন এলাকায় তার লাশ ভেসে ওঠে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. বাদশা মাসউদ আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকালে ৭ বন্ধু ঘুরতে আসে গংগাচড়ার মহিপুর দ্বিতীয় তিস্তা সেতু এলাকায়। সেখানে ভিডিও তৈরির জন্য নীরব রায় উৎস ও তার দুই বন্ধু দ্বিতীয় তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দেয়। এরপর দুই বন্ধু নদী থেকে তীরে উঠলেও নিখোঁজ হয় নীরব রায়। নিহত নীরব রায় উৎস নীলফামারীর জলঢাকা উপজেলার সদর এলাকার শিক্ষক তপন রায়ের ছেলে। নীরব রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. বাদশা মাসউদ আলম বলেন, নিখোঁজের পর থেকে দুইদিন ধরে আমাদের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছিল। গত সোমবার সকালে দ্বিতীয় তিস্তা সেতুর পূর্ব দিকে প্রায় ৮ কিলোমিটার দূরে লাশ ভেসে ওঠে। পরে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।