ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া মাঠে জমি জায়গা বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের কোপে মিরাজুল ইসলাম (২০) ও তার বাবা তৈয়ব আলী (৪০) নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মিরাজুল উপজেলার তালুকদিয়া গ্রামের তৈবালীর ছেলে এবং তৈয়ব আলী মিরাজুল এর বাবা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ হাসান আলী (৪৫) ও রাজিবকে (৩১) আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে মিরাজুল ইসলাম ও তার বাবা তৈয়ব আলী সদর উপজেলার আলুকদিয়া গ্রামের মাঠে কাজ করার উদ্দেশে যায়। এই সময় পূর্ব শত্রুতা জের ধরে প্রতিপক্ষ একই গ্রামের জোহর উদ্দিনের ছেলে হাসান আলী ও আব্দুর রহমানের ছেলে রাজিব জমি বিরোধের জের ধরে মিরাজুল ও তার বাবা তৈয়ব আলীকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এই সময় মিরাজুল প্রতিবাদ করলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায় হাসান ও রাজিব তাদেরকে দা দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকলে মিরাজুল ঘটনাস্থলে নিহিত হয় এবং তৈয়ব আলীকে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তৈয়ব আলী অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মধ্যে সে মারা যায়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ হাসান ও রাজিবকে আটক করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত