ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হবিগঞ্জে আনসার-ভিডিপি কোর্সের সমাপনী

হবিগঞ্জে আনসার-ভিডিপি কোর্সের সমাপনী

হবিগঞ্জে আনসার ভিডিপি অ্যাডভান্সড কোর্স-এর ১ম ধাপ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ শেডে এই সমাপনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস। সভায় সভাপতিত্ব করেন- জেলা কমান্ড্যান্ট হোসনে আরা হাসি। উপস্থিত ছিলেন- সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, সার্কেল এ্যাডজুট্যান্ট শুভাশীষ চক্রবর্তী প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক জিয়াউল হাসান বলেন- গ্রামগঞ্জ থেকে প্রশিক্ষণার্থীদের বের করে এনে প্রশিক্ষণের মাধ্যমে দেশের জন্য সম্পদ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। প্রশিক্ষণ শুধু দক্ষতা বৃদ্ধির জন্য নয় বরং জাতীয় নিরাপত্তা ও সামাজিক উন্নয়নের জন্যেও কাজে লাগাতে হবে। দেশপ্রেম, শৃঙ্খলায় তোমরা থাকবে অবিচল। তিনি বলেন, সামনে নির্বাচন ও দুর্গাপূজা আসছে। আনসার সদস্যদেরকে কঠিনভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি আনসার সদস্যদের নিজেদের সর্বোচ্চ দিয়ে দেশ এবং মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। সভাপতির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট হোসনে আরা হাসি বলেন, আমাদের বাহিনীর প্রশিক্ষণ নিয়ে তোমরা বিদেশে গিয়েও ভালো কিছু করতে পারবে। তাই এই সময়টাতে তোমরা নষ্ট কর না। সময়ের যথাযথ মূল্যায়ন করে এগিয়ে যেতে হবে। এছাড়াও দেশে থেকেও উদ্যোক্তা হয়ে দেশ ও জাতির জন্য ভালো কিছু বয়ে আনা সম্ভব। তিনি বলেন, আমাদের বাহিনীতে এখন অনেক প্রশিক্ষণ আসছে। তা থেকে তোমরা প্রশিক্ষণ নিয়ে নিজ নিজ দক্ষতা কাজে লাগাতে পার। তবে এ জন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। পরে আনসার ভিডিপি অ্যাডভান্সড কোর্সের ১ম ধাপ-২০২৫’র প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক জিয়াউল হাসান ও জেলা কমান্ড্যান্ট হোসনে আরা হাসি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত