
মৌলভীবাজারের জেলা প্রশাসক নির্দেশনায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে গতকাল মঙ্গলবার উপজেলার সিন্দুরখান ইউনিয়নসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিবুল্লাহ আখন এর নেতৃত্বে এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উপজেলার অ-ইজারাকৃত বিভিন্ন বালু মহালসমূহে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের টিম। অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।