
চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ আলী আহমেদ ডিলারের বাড়িতে নির্মাণাধীন একটি ঘরের ট্যাংকি পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ট্যাংকে নেমে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়। নিহত শ্রমিকরা হলেন- ওই এলাকার মৌলানা নুর আহমদের বাড়ির মৃত সোলাইমানের ছেলে নাজু (২৭) ও একই ইউনিয়নের দক্ষিণ আশিয়া চৌধুরী বাড়ির আবদুল আলিমের ছেলে তারেক (১৯)। স্থানীয়রা জানান, দক্ষিণ আশিয়ায় একটি নতুন ঘরের স্যানিটারিংয়ের কাজ চলাকালীন দুইজন রাজমিস্ত্রী ট্যাংকির ভেতরে প্রবেশ করেন। বেশ সময় অতিবাহিত হলেও তারা আর উপরে উঠতে পারেননি। ধারণা করা হচ্ছে, সেখানে ঢুকে তারা অক্সিজেন সংকটে পড়েন এবং সেখানে শ্বাসরুদ্ধ হয়ে তারা অজ্ঞান হয়ে পড়েন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।