
মাদারীপুরের শিবচরে ৩১ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী ফাউন্ডেশন ও মাদবরেরচর রহিম উদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির যৌথ উদ্যোগে মাদবরেরচর আরএম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদবরেরচর রহিম উদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব শিকদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান।