ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দামুড়হুদায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু

দামুড়হুদায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ধান্যঘরায় গলায় ওষুধ আটকে রোকসানা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রোকসানা উপজেলার ধান্যঘরা গ্রামের টুটুল মিয়ার মেয়ে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে রোকসানাকে তার মা জ্বরের জন্য ওষুধ (ট্যাবলেট) খাওয়ান। এই সময় তার গলায় ট্যাবলেট আটকে যায়। সে অসুস্থ হয়ে গেলে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল বুধবার রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোকসানার বাবা টুটুল মিয়া জানান, তার শিশু কন্যা রোকসানা তিন দিন ধরে জ্বরে ভুগছিল। ওই দিনই স্থান ও ডাক্তারের কাছ থেকে ট্যাবলেট নিয়ে আসি। এরপর খাওয়ানো শুরু করি। প্রতিদিনের ন্যায় রাতে তার স্ত্রী রোকসানাকে ওষুধ (ট্যাবলেট) খাওয়াতে গেলে গলায় আটকে যায়। অনেক চেষ্টা করে ওষুধ গলা থেকে বের করতে না পেরে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে চোরা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত