ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাকের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

ট্রাকের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের টাইগার মোড় নামক স্থানে ট্রাকের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৪৭) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছে।

গতকাল বুধবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। নিয়ত আব্দুর রাজ্জাক উপজেলার হাউসপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। পুলিশও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুর দুইটার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী একটি ট্রাক আলমডাঙ্গা উপজেলা শহরের টাইগার মোড নামক স্থানে পৌঁছাইলে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল ধাক্কা দিলে চালক আব্দুর রাজ্জাক গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হার্দি হাসপাতালে ভর্তি করা হলে সে মারা যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত