ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘ত্যাগী ও নির্যাতিতরা অগ্রাধিকার পাবেন’

‘ত্যাগী ও নির্যাতিতরা অগ্রাধিকার পাবেন’

ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরাই অগ্রাধিকার পাবে নতুন কমিটিতে। কোনো ফ্যাসিস্ট, নোঙর মার্কা লোক বিগত দিনে যারা দলে সঙ্গে বেঈমানি করার জন্য বহিষ্কার হয়েছে, নিজের স্বার্থ হাসিল করার জন্য দল ত্যাগ করেছে তাদেরকে কোনোভাবেই কমিটিতে স্থান দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি করেছেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম। তিনি গত মঙ্গলবার ফরিদপুরের মধুখালী উপজেলার ৫নং রায়পুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন। গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন- মধুখালী উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী। সদস্য সচিব মিহির কুমার বাবলুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- মধুখালী উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য রাকিব হোসেন চৌধুরী ইরান, সদস্য আবুল কাশেম আবুল, সদস্য শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মো. আব্দুল আলিম মানিক, ভিপি শাহীন, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত