
নওগাঁর মহাদেবপুর উপজেলার সাব-রেজিস্ট্রার অফিস ও দলিল লেখক সমিতির অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহের সময় সাংবাদিক একে সাজুর ওপর হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার সাব-রেজিস্ট্রার অফিসে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি আহতস্থায় নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি।
আহত সাংবাদিক একে সাজু বলেন, গত দুই দিন থেকে মহাদেবপুর সাব-রেজিস্ট্রার অফিসে রাত ১১টা পর্যন্ত জমি রেজিস্ট্রি হচ্ছে এমন সংবাদের খবর পেয়ে গত বুধবার বিকালে সাব-রেজিস্ট্রি অফিসের বাইরে রাস্তায় দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম। এসময় হঠাৎ করেই সাব- রেজিস্ট্রি অফিসের ভিতরে জমি রেজিস্ট্রি নিয়ে দলিল দাতা গ্রহীতাদের মাঝে মারধর শুরু হয়। সেই মারধরের ভিডিও ধারণ করার সময় একজন ভিডিও ধারণ করতে বাধা দেয়। তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে থানার লোক বলে জানান এবং কোনো ভিডিও করা যাবে না বলে নিষেধ করে। কেন ভিডিও করা যাবে না এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার শাটের কলার ধরে ধাক্কা দিয়ে সাব রেজিস্ট্রি অফিসের ভেতরে নিয়ে যায়। সেখানে গেট লাগিয়ে দিয়ে প্রায় ১৫-২০ জন এলোপাতাড়ি মারপিট করে। এ সময় আমার কাছে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন, ইয়ার ফোন ও ডিবিসি টেলিভিশনের পরিচয় পত্র (আইডি কার্ড) ছিনিয়ে নিয়ে আটক করে রাখে।
পরে খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তবরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। হামলাকারীদের নামে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে বক্তব্য জানতে মহাদেবপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মুক্তিয়ারা সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেন নি।
এ ঘটনায় মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। থানায় অভিযোগ দিলে এ ঘটনায় যারাই জড়িত থাক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন থেকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।