ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শ্রীনগরে অবৈধ জাল ধ্বংস

শ্রীনগরে অবৈধ জাল ধ্বংস

গতকাল বৃহস্পতিবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত চায়না দুয়ারী জালের কারখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল। অভিযানে অংশ নেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা, শ্রীনগর থানা পুলিশ ও বাংলাদেশ কোস্টগার্ড। কারখানার মালিক আবুল শেখ, যিনি অবৈধভাবে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল তৈরি ও মজুদ করছিলেন, তাকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রায় ২ লাখ টাকার অবৈধ জাল জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল বলেন, মৎস্য সম্পদ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত