
পাবনায় জুলাই আন্দোলনে ছাত্র হত্যার সঙ্গে জড়িত চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বিশাল মানববন্ধনে আয়োজন করে জুলাই যুদ্ধাসহ সর্বস্তরের ছাত্র-জনতা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বরকত উল্লাহ ফাহাদ, মামুন আল হাসান, এসএম হাবিবুল্লাহ, আসিফ আহমেদ ও মেহেদী হাসান রুমন প্রমুখ। বক্তারা বলেন, জুলাই আন্দোলনের ছাত্রদের নির্বিঘ্নে গুলি করে পাবনা দুইজন ছাত্রকে হত্যা করেছে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী বাহিনী। যার ভিডিওসহ সব তথ্য প্রমাণ রয়েছে। অথচ তাদেরকে এখনও পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতে পারি নাই। প্রধান আসামিসহ সব আসামিকে দ্রত গ্রেপ্তার করতে না পারলে ছাত্র-জনতা আবারও রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।