
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় পুলিশের পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫৫ বোতল বিদেশি মদসহ ৫মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতব্যাপী উপজেলার সীমান্তঘেঁষা সন্ধ্যাকুড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তাররা হলেন- সন্ধ্যাকুড়া এলাকার আব্দুছ সামাদের ছেলে রাসেল মিয়া , পশ্চিম সন্ধ্যাকুড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সাকিব আল হাসান, সেলিম মিয়া, নলকুড়া রাবারড্যাম এলাকার মৃত ডা. আ. হাইয়ের ছেলে শাহাদাত হোসেন এবং কুছাইকুড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে অটোচালক মোহাম্মদ আলী ওরফে আরমান।