ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জাজিরার বিএনপি নেতা হত্যার আসামির লাশ উদ্ধার

জাজিরার বিএনপি নেতা হত্যার আসামির লাশ উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় মসজিদের মাইকে ফজরের আজান দিয়ে নামাজে ডাকাকে কেন্দ্র খবির সরদার (৫৫) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা মামলার আসামি আলমাস সরদারের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় জাজিরা থানা পুলিশ উপজেলার বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবর কান্দি এলাকার একটি পরিত্যাক্ত বাড়ির পাশে মাটিচাপা অবস্থায় তার লাশটি উদ্ধার করে। পরপর দুইটি হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকা এখন পুরুষ শূন্য হয়ে পড়েছে।

জাজিরা থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, শরীয়তপুরের জাজিরা বড়কান্দি ইউনিয়নের নয়াবাজার সংলগ্ন ওমরদি মাদবরকান্দি গ্রামে সরদার বাড়ি জামে মসজিদের মাইকে ফজরের আজান দিয়ে নামাজে ডাকাকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে খবির সরদার (৫৫) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠে আলমাস সরদার নামের স্থানীয় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনার পর নিহত খবির সরদারের ভাই দানেস সরদার বাদী হয়ে গত বৃহস্পতিবার ১৮ জনকে এজহারভুক্ত আসামিসহ আরও অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করে জাজিরা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় ছাত্রলীগ নেতা আলমাস সরদারকে ২ নম্বর আসামি করা হয়। এ ঘটনার পর গত মঙ্গলবার রাতে বিএনপি নেতা খবির সরদার হত্যাকাণ্ডের ঘটনাস্থলের পাশে পরিত্যক্ত একটি বাড়ির পুকুর পাড়ে পচা গন্ধ পেয়ে মাটি খুঁড়ে আলমাসের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে জাজিরা থানায় খবর দিলে পুলিশ বস্তাবন্দি লাশটি উত্তোলন করে। লাশ উত্তোলনের পর নিহতের স্বজনরা এসে আলমাসের লশ শনাক্ত করে।

জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, খবির সরদার নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার ১৮ জনকে আসামি করে নিহতের ভাই একটি হত্যা মামলা করেছে। গত বৃহস্পতিবার রাতে একই স্থান থেকে ওই মামলা ২নং আসামি আলমাস সরদারের লাশ মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত