ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভান্ডারিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ভান্ডারিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরের ভান্ডারিয়ায় নারিকেল চুরির ঘটনায় চোরের হাতে নিহত হয়েছেন রেজাউল করিম ঝন্টু নামের এক ব্যাক্তি। তিনি ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী গ্রামের আইউব আলী খলিফার ছেলে এবং ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানাগেছে, ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের আব্দুল হালিম উকিল প্রফেসরের বাড়ি থেকে বৃহস্পতিবার ৪৫টি নারিকেল পেড়ে নেয় একই এলাকার মজিবুর খানের ছেলে রুবেল খান। ঘটনাটি ওই রাতেই হালিম প্রফেসরের ছেলে মাসুদ রানা থানায় অভিযোগ দেন এবং তার স্বজন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ঝন্টুকে জানায়। ঝন্টু ওই রাতেই রুবেলকে নারিকেল ফিরিয়ে দিতে বলে। রুবেল ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানিয়ে রুবেল ঝন্টু দেখে নেওয়ার হুমকি প্রদান করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯ দিকে ঝন্টু মাসুদদের বাড়ির সামনে গেলে রুবেল তার সঙ্গে থাকা চাকু দিয়ে বেশ কয়েকটি আঘাত করে। এতে তিনি মারাত্মক জখম হন। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মা রিজিয়া বেগম বলেন, আমার ছেলে নাস্তা না খেয়ে ঘর থেকে বেড় হয়ে রাস্তায় যাওয়ার সময় পথের মধ্যে মাসুদের বাড়ির সামনে ওঁৎ পেতে থাকা রুবেল আমার ছেলেকে কুপি হত্যা করে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক খায়রুল বাশার জানান, আজ সকালে রেজাউল করিম ঝন্টু নামের এক ব্যাক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গির হোসেন জানান, রেজাউল করিম ঝন্টুর লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রুবেলকে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত