ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দুই অনলাইন জুয়াড়ির কারাদণ্ড

দুই অনলাইন জুয়াড়ির কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মোবাইল দিয়ে অনলাইনে জুয়া খেলার সময় দুই জনকে আটক করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ জুয়ারিকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

গত শুক্রবার কিশোরগঞ্জ থানার এসআই আলমগীর হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্য কিশোরগঞ্জ ইউনিয়নের বাংলাবাজারে আতিক স্টুডিও থেকে দুই জুয়ারিকে জুয়া খেলার সময় হাতে নাতে আটক করে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয় কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা। ঘটনাস্থল থেকে আতিক স্টুডিওর মালিক আতিকের কাছ থেকে ৪টি মোবাইল উদ্ধার করে জনসম্মুখে চেক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় সব মোবাইলে অনলাইন জুয়ার (ক্যাসিনো) অ্যাপ পাওয়া যায়। স্টুডিও মালিককে জিজ্ঞাসা করা হলে তিনি ক্যাসিনো খেলার জন্য মোবাইল ডিভাইস দিয়ে সহযোগিতা করার কথা স্বীকার করেন এবং জুয়ারিদেরকে ওয়াই-ফাই সংযোগ দেওয়ার কথা স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম (২৫) কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আতিকুল ইসলাম ছিট রাজীব বাংলাবাজার এলাকার কৃষক সাইয়্যেদার রহমানের ছেলে।

অন্যদিকে অনলাইনের মাধ্যমে প্রকাশ্যে ক্যাসিনো খেলার অভিযোগে একই এলাকার রুস্তম আলীর ছেলে মিন্টু মিয়াকে আটক করে পুলিশ। তাকে অনলাইনে জুয়া খেলার অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত