
মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল শনিবার জাতীয় ইমাম সমিতি, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন- জেলা সভাপতি মুফতি মাওলানা মো. শামছুল ইসলাম। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন- জেলা সাধারণ সম্পাদক মুফতি মাওলানা হিফজুর রহমান ফুয়াদ এবং সহ-সাধারণ সম্পাদক মুফতি মাওলানা বশির আহমদ।
প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন- জাতীয় ইমাম সমিতির মহাসচিব ও ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, মৌলভীবাজারের পুলিশ সুপারের পক্ষে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা উপ-পরিচালক মো. ফারুক আলম, সিলেট জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দিন এবং বিভাগীয় সাধারণ সম্পাদক মাওলানা শেখ মো. আব্দুল হক।
বক্তারা বলেন, সমাজে শান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠায় ইমামদের অবদান অপরিসীম। তাই রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য ভাতা ও বেতন কাঠামো প্রবর্তন, বাসস্থানের নিশ্চয়তা, এবং ইমাম কল্যাণ ট্রাস্টকে আরও শক্তিশালী করা জরুরি। একই সঙ্গে আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালুর ওপর গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা আরও দাবি করেন, ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের যেন বিনাদোষে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ ব্যতীত চাকরিচ্যুত করা না হয়।
ইমামণ্ডখতিবদের সামাজিক মর্যাদা প্রদানের পাশাপাশি উপযুক্ত বেতন-ভাতা নিশ্চিত করা জরুরি এমন মতও উঠে আসে সম্মেলনে। ভিন্ন মাসলাকের ইমামণ্ডখতিবরা আজ ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া ইমাম সমাজকে আর্থিক নিরাপত্তার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হয়ে তরুণ প্রজন্মকে নৈতিকতার আলোকে গড়ে তুলতে হবে এমন আহ্বানও জানানো হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সদস্য বকশী মিসবাহ উর রহমান, হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. আবদাল হোসেন, আনজুমানে আল ইসলাহর নেতা মাওলানা সৈয়দ করম আলী এবং উত্তর মুঘলাই ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শামসুল ইসলাম।