
মানিকগঞ্জ জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনালে এক শ্বাসরুদ্ধকর ট্রাইব্রেকার শুটআউটে শিবালয় উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মানিকগঞ্জ সদর উপজেলা।
গত শুক্রবার শহিদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোনো দলই বিজয় ঘরে তুলতে না পারায় খেলার মীমাংসা হয় টাইব্রেকারে। তাতে ৩-২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে সদর উপজেলা। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগীয় কমিশনার শরাফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন এবং উভয় দলের খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন- মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী ও মোহাম্মদ নাজমুল হাসান খানসহ জেলা প্রশাসন এবং অন্যান্য বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মানিকগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত এ টুর্নামেন্টে জেলার সাতটি উপজেলা ও একটি পৌরসভাসহ মোট আটটি দল এতে অংশগ্রহণ করে।