
শেরপুর সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের বাসিন্দা শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ফাহিমা আক্তার নুন (৯) ও জেমি (৮) নামে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
গত শুক্রবার বিকালে সদর উপজেলার গাজিরখামার চকপাড়া এলাকার বলেশ্বর বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ফাহিমা আক্তার নুন ওই এলাকার মাসেক আলীর মেয়ে এবং জেমি একই এলাকার জয়নুদ্দিনের মেয়ে।
নিহতের স্বজনরা জানান, সকালে ফাহিমা ও জেমি বাড়ির পাশের বলেশ্বর বিলে শাপলা তুলতে যায়। এরপর থেকে তারা আর বাড়ি ফিরে নি। এদিকে দীর্ঘ সময় ধরে বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বিকালে বিলের মাঝখান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।