ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদ

সারা দেশে বিক্ষোভ, জাতীয় পার্টির অফিস ভাঙচুর

সারা দেশে বিক্ষোভ, জাতীয় পার্টির অফিস ভাঙচুর

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি স্থানে জাতীয়পার্টির অফিসে হামলা, ভাঙচুরের খবর পাওয়া গেছে।

রাজশাহী : রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি জেলা ও মহানগর শাখা। গত শুক্রবার রাত সাড়ে ১১টায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গনকপাড়াস্থ জাতীয় পার্টি রাজশাহী জেলা ও মহানগর কার্যালয়ে গিয়ে দরজা, চেয়ার টেবিল ও সাইনবোর্ড ভাঙচুর করে রাস্তায় নিয়ে গিয়ে সেগুলোতে আগুন জ্বালিয়ে দেয়। বক্তারা বলেন- অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় জাতীয় নাগরিক পার্টি, রাজশাহী জেলা ১নং যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু,

রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী, যুগ্ম সমন্বয়কারী, সারোয়ারুল হক রবিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল : টাঙ্গাইলে জাতীয় পার্টির জেলা কার্যালয় ভাঙচুর করেছে গণঅধিকার পরিষদের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। গতকাল শনিবার বেলা ১২টার দিকে নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল নিয়ে শহরের ছয়আনী বাজারে অবস্থিত জাতীয় পার্টির জেলা কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালায়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা অফিসের আসবাবপত্র ভেঙে রাস্তায় ফেলে দেয়। পরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নগরজলফৈ বাইপাস এলাকায় অবরোধ সৃষ্টি করে। সেখানে প্রায় আধঘণ্টা অবস্থান করে তারা। এসময় বিক্ষোভকারীরা ‘জাতীয় পার্টি স্বৈরাচার, প্রশাসন পাহারাদার’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে’ ইত্যাদি স্লোগান দেয়। গণঅধিকার পরিষদের নেতারা অবিলম্বে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।

ঈশ্বরগঞ্জ : গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় পার্টির (জাপা) অফিস ভাঙচুর করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরে এ ভাঙচুরের ঘটনা ঘটে। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে শেষ হয়। এরপর উপজেলা জাতীয় পার্টির অফিসে ভাঙচুর চালানো হয়।

রংপুর : গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ মিছিলে সেনাবাহিনী, পুলিশ ও জাতীয় পার্টির হামলার প্রতিবাদ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে নগরীর শাহী মসজিদস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না। এসময় তারা জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের দাবি জানান। মানববন্ধন ও সমাবেশে গণঅধিকার পরিষদ রংপুর জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ : গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে যমুনা সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ কর্মসূচিতে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোমিন ফয়সাল, সদস্য সচিব ইউসুফ আলী, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি সোহরাওয়ার্দী হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এমআই মনি ও উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব হাসমত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যমুনা সেতু পশ্চিমপাড় গোলচত্বরে এ অবরোধ করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। প্রায় আধা ঘণ্টা অবরোধে সেতুর উভয়প্রান্তে যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ বিবেচনায় অবরোধ তুলে নেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অবরোধ তুলে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নড়াইল : জাতীয় পার্টিসহ ফ্যাসিস্টদের দোসর ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এর উপর আইন শৃংখলা বাহিনীর ন্যক্কারজনক বর্বরোচিত হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল গণঅধিকার পরিষদের নড়াইল জেলা শাখার আয়োজেনে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে নড়াইল প্রেসক্লব চত্বরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন- গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি ইমাম হোসেন সেলিম। সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিলন। এ সময় বক্তব্য রাখেন- জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক টিপু শেখ, লোহাগড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ, সাধারণ সম্পাদক তাহাজ্বত খান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল মোল্যা, ছাত্র অধিকার পরিষদের নড়াইল জেলা সভাপতি আনিসুজ্জামান সোহাগ। বক্তারা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মুন্সীগঞ্জ : ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে মুন্সীগঞ্জে। গতকাল শহরের কাঁচারি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে গণঅধিকার পরিষদ ও মুন্সীগঞ্জ জেলা সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ছাত্র অধিকার পরিষদ ও জুলাই মঞ্চের প্রায় শতাধিক নেতাকর্মী। মিছিলটি শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে রূপ নেয়। এসময় বক্তারা নুরুল হক নুর ও কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনটি সমাপ্ত করেন।

কুমিল্লা : ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গণঅধিকার পরিষদের কুমিল্লার নেতাকর্মীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড অংশ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে মহাসড়কের উভয় লেনে অন্তত ৫ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা নানা স্লোগান দেন। সাড়ে ১২টায় শুরু হওয়া অবরোধ কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত