
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকালে উপজেলার মহিষভাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন । গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।
বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন জানান, তিনি রাজনৈতিক ও বিস্ফোরক আইনে দুটি মামলার আসামি।