ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মির্জাগঞ্জে দোকান পুড়ে ছাই

মির্জাগঞ্জে দোকান পুড়ে ছাই

পটুয়াখালীর মির্জাগঞ্জে হঠাৎ আকস্মিক অগ্নিকাণ্ডে একটি ভ্যারাইটিজ স্টোর (দোকান) ভস্মীভূত হয়েছে।

গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুবিদখালী বাজারে ইউনুস সিকদারের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দোকানটি বন্ধ ছিল। স্থানীয় কিছু লোক রাত সাড়ে ৯টার দিকে দোকানের ভেতর থেকে আগুনের কুন্ডলী ও ধোঁয়া বের হতে দেখে ডাক চিৎকার করে। এতে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

দোকানের মালিক ইউনুস সিকদার বলেন, ‘আমি রাত ৭টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে চাই। রাত ১০টার দিকে আমার এক আত্মীয় আমাকে মোবাইল ফোনে দোকানে আগুন লাগার বিষয়টি জানায়। আমি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে চলে এসে দেখি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে প্রায় ৬-৭ লাখ টাকার মালামাল ছিল। এখন আমার আর কিছুই রইল না।

এই দোকানটিই ছিল আমার একমাত্র সম্বল। আমি একেবারে শেষ হয়ে গেছি।’ তিনি সমাজের বিত্তবান লোক এবং সরকারের কাছে সাহায্য-সহযোগিতা চেয়েছেন। মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সুমন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত