ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভাণ্ডারিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

ভাণ্ডারিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় একদিনের ব্যবধানে আবারও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার ৪ নম্বর তেলিখালী উইনিয়নের জুনিয়া গ্রামে গত শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে নিজ ঘরে আসমা আক্তার (৪৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আসমা আক্তার ওই গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী আলমগীর হোসেন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক দল দুর্বৃত্ত আলমগীরের ঘরে প্রবেশ করে আসমা বেগমেকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় ঘরে অন্য কোনো লোক ছিল না। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার ঘটনার পর পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহতের চাচাতো ভাই ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, মাগরিবের নামাজ পড়ে জায়নামাজে বসে ছিলেন আসমা। এ সময় তার ছেলের স্ত্রী ওযু করে এসে ঘরে ঢুকে দেখে শাশুড়ির রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে।’ ভান্ডারিয়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, গতকাল নিহতের স্বামী আলমগীর হোসেন একটি হত্যা মামলা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্বপরিকল্পিত হত্যা। তদন্ত করে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হবে। এর আগে গত শুক্রবার উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি এলাকায় বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টুকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে একই এলাকার রুবেল খান। পর পর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতের পরিবারের দাবি, দ্রুত হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত