
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর মোল্লা বাজার নামক স্থানে আলম সাধু ও ইজিবাইকের সংঘর্ষে বরকত আলী (৫৫) নামে এক মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছে।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নিহত বরকত আলী উপজেলার হাতিকাটা গ্রামের মৃত বুদো মোল্লার ছেলে। দামুড়হুদা থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।