ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নদে ডুবে যুবকের মৃত্যু

নদে ডুবে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নদে ডুবে বিপ্লব (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকালে উপজেলার রমনা ইউনিয়নের ভট্রপাড়া এলাকার ব্রহ্মপুত্র নদের অংশে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই ইউনিয়নের সাতঘরি এলাকার ছমছেল আলীর ছেলে। স্থানীয়রা জানায়, নিহত যুবক বিপ্লব দুপুরে ঝাঁকি জাল দিয়ে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যায়।

নদে জাল ফেলতে গিয়ে হঠাৎ স্রোতের পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির ১ ঘণ্টা পর নদের ভাটি এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। চিলমারী নৌপুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ জানান, নিখোঁজের ১ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত