ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় খেলতে গিয়ে খালের পানিতে ডুবে চাচাতো ভাই বোন দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার চেঙ্গাকান্দি এলাকায় মেঘনার শাখা নদীর চেঙ্গাকান্দি খালে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- উপজেলার বারদী ইউনিয়নের সালাউদ্দিনের ছেলে নিহত শিশু ইয়ামিন (৫) ও শাহ আলীর মেয়ে নুসাইবা (৪)। এ বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান।

নিহত ইয়ামিনের দাদি জাহানারা বেগম বলেন, বাড়ির উঠানে তারা দুইজন খেলাধুলা করছিল। হঠাৎ তাদের বাড়ির উঠানে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করা হয়। পরে বাড়ির পাশের খালের পানিতে একজনের লাশ ভাসে উঠে। খাল থেকে ইয়ামিনের নিথর দেহ উঠানোর আধা ঘণ্টা পর ওই স্থান থেকে নিহত নুসাইবার লাশ ভেসে উঠলে উদ্ধার করে এলাকাবাসী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত