ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সেলিনা হত্যায় মামলা

সেলিনা হত্যায় মামলা

পটুয়াখালীর মির্জাগঞ্জে বাড়ির পাশের একটি নির্জন এলাকায় তাল গাছের নিচে থেকে গত ১৫ জুলাই দুপুরে এক নারীর লাশ উদ্ধার করা হয়। শুরুতে ওই নারীর মৃত্যুকে স্বাভাবিক মনে করে অপমৃত্যু মামলা রুজু করা হয়। ময়নাতদন্ত রিপোর্টে গলাটিপে শ্বাসরোধে হত্যার প্রমাণ মেলে। এ ঘটনায় গত শনিবার অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে করা হয় হত্যা মামলা।

এদিকে মজিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রাম থেকে তথ্য প্রযুক্তি সহায়তায় হত্যায় জড়িত থাকার অভিযোগে পলাশ নামে একব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। গতকাল রোববার গ্রেপ্তার আসামি পলাশকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই দুপুরে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে নিজ বসত ঘর থেকে কিছুটা দুরে একটি নির্জন এলাকায় তাল গাছের নিচে সেলিনা বেগম (৭০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়। এ সময় বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু মনে করে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত