
পাহাড়ি ঢল ও বর্ষণে যমুনা নদীর পানি আবারও বাড়ছে। তীব্র স্রোতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার জোতপাড়া এলাকার বেড়িবাঁধের ৫০ মিটার ধস নেমেছে এবং পানি বৃদ্ধিতে এরইমধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে যমুনা নদীর পানি বাড়ছে এবং যমুনার তীরবর্তী চৌহালী, বেলকুচি, শাহজাদপুর, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে ভাঙনও দেখা দিয়েছে। ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ১১ সে. মিটার ও কাজিপুর পয়েন্টে ১৫ সে. মিটার পানি বৃদ্ধি পেয়েছে। যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সোমবার ভোর রাতে চৌহালী উপজেলার জোতপাড়া নৌঘাটের পশ্চিমে বাঁধের দুটি স্থাানের কমপক্ষে ৫০ মিটার যমুনায় ধসে গেছে। জোতপাড়া ঘাটের পশ্চিমে চৌদ্দরশি এলাকার দুটি স্থানের একটিতে প্রায় ৩৫ মিটার এবং একই বাঁধের পাশাপাশি স্থানে প্রায় ১৫ মিটার বেড়িবাঁধের ব্লক নদীতে ধসে গেছে। এতে নদী পাড়ের মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ সংবাদে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমানসহ অনান্য পদস্থ কর্মকর্তারা ধস এলাকা পরিদর্শন করেছেন। যমুনায় পানি বৃদ্ধি ও স্রোতের কারণেই ওই বেড়িবাঁধে এ ধস দেখা দিয়েছে এবং এরইমধ্যে ৫০ মিটার বাঁধ নদী গর্ভে ধসে গেছে।
শিগগিরই বাঁধে এ ধস ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, চৌহালী শহর রক্ষা বেড়িবাঁধের দুটি স্থানে ধসের সংবাদে দুপুরে বাঁধের ধস এলাকা পরিদর্শন করেছি এবং এ ধসে প্রায় ৫০ মিটার বাঁধ নদী গর্ভে বিলীন হয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি অবহিত করা হয়েছে। শিগগিরই ধস ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করবে বলে তিনি উল্লেখ করেন।