
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে রেলপথের পুরাতন রেলগেটে একটি ব্যারিয়ার ভেঙে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে আসলেও মেরামতের উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। দুর্ঘটনা থেকে রক্ষায় দ্রুত ব্যারিয়ার মেরামতের দাবি জানিয়েছেন গাড়িচালক ও স্থানীয়রা।
সরেজমিন দেখা গেছে ওলিপুর পুরাতন রেল গেটের এক পাশে একটি ব্যারিয়ার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। আরেকটি সচল আছে। ট্রেন আসলে গেটম্যানরা একদিকে পরিত্যক্ত তার দিয়ে গেট বন্ধ করে রাখেন। এভাবে দায়িত্ব পালন করতে গিয়ে ঝুঁকির মধ্যে রয়েছেন গেটম্যানরা। অন্যদিকে অতিঝুঁকির মধ্যে চলাচল করছে শত শত যানবাহন। বিষয়টি কর্তৃপক্ষ জানলেও ব্যারিয়ারটি মেরামতের উদ্যোগ নিচ্ছেন না। দায়িত্বরত গেটম্যানদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৬ আগস্ট সন্ধ্যায় একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গেটের একটি ব্যারিয়ার ভেঙে ফেলে। গেটম্যানরা তাৎক্ষণিক বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও এখন পর্যন্ত মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দা আফরোজ মিয়া বলেন, গেটে ব্যারিয়ার ভেঙেছে অনেক দিন হয়েছে। এ স্থান দিয়ে শত শত যানবাহন চলাচল করছে ঝুঁকির সঙ্গে। এ অবস্থায় যে কেনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই দুর্ঘটনা হওয়ার আগে যেন দ্রুত ব্যারিয়ারটি মেরামত করা হয়।
ব্যারিয়ারটি মেরামতে গাফিলতি করায় সিএনজি চালক মানিক মিয়া, টমটম চালক বাচ্চু মিয়া, কবির মিয়া, অটোরিকশা চালক আজগর আলী, পথচারী রাজু মিয়াসহ স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত ব্যারিয়ারটি মেরামতের দাবি জানিয়েছেন। গেটম্যান বৃন্দাবন দাস, মো. খাইরুল ইসলাম ও সামিউল আলম বলেন, জীবিকার তাগিদে চাকরিতে যোগদান করেছি। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের আপ্রাণ চেষ্টা করছি। এ গেটে একটি ব্যারিয়ার ভেঙে গেছে অনেক দিন হয়েছে। ভেঙে যাওয়ার পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। এ পর্যন্ত মেরামত হয়নি বিধায়, ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে।
এ ব্যাপারে জানার জন্য শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপ-প্রকৌশলী পথ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফিরোজ আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে কোনো সাড়া পাওয়া যায়নি।