ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে আখ রোপণ মৌসুমের উদ্বোধন

ঈশ্বরদীতে আখ রোপণ মৌসুমের উদ্বোধন

ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক মহাসড়কের মুনছুর তেল পাম্পের সামনে পাবনার ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের আখ চাষি হামজু প্রামাণিকের জমিতে আখ রোপণ চলতি মৌসুমের উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের আয়োজনে ২০২৫-২০২৬ আখ রোপণ মৌসুমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে আখ রোপণ মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বি এসএফ আই সি) প্রধান সিপিই ড. জেবুন নাহার ফেরদৌস।

এ সময় প্রধান অতিথি সঙ্গে উপস্থিত উপস্থিত থেকে আখ রোপণ করেন নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া, মহা ব্যবস্থাপক কৃষি কৃষিবিদ আসহাব উদ্দিন, ডিজিএম সম্প্রসারণ মো. আব্দুল কুদ্দুস, সাবজোন প্রধান শাহ্ জালাল মিয়া ও ওই এলাকার সিডিএ মিজানুর রহমান এবং স্থানীয় আখ চাষিরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত