
পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর বটির কোপে মোজাম্মেল হোসেন মোজাম (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার রাতে পৌরসভার কলেজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁথিয়া পৌরসভার কলেজপাড়া গ্রামের মোজামের ছেলে মিঠুর সঙ্গে পাঁচ বছর আগে আফরা গ্রামের আব্দুস সামাদের মেয়ে রুমির বিয়ে হয়। বিয়ের পর থেকে রুমি মানসিক রোগে ভোগছিলেন। তিনি ঢাকায় একজন মানসিক চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন। গত রোববার রাত ৮টার দিকে হঠাৎ রুমির মানসিক চাপ বেড়ে যায়। এসময় তিনি হাতের কাছে থাকা বটি দিয়ে তার সামনে থাকা শ্বশুর মোজামের পেটে ও পিঠে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় মোজামকে প্রথমে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৩টার দিকে তিনি মারা যান।
নিহতের স্ত্রী আজেদা বেগম বলেন, রুমি মানসিক রোগী নয়। এর আগেও আমাকে একদিন মেরেছিল আমার স্বামীকে খুন করেছে। ওই বাসার ভাড়টিয়া বলেন, আমি আজ ৫ বছর ধরে এখানে ভাড়া থাকি। এই বাড়ির মালিকটা খুব ভালো ছিল। ওই বিয়ের পর থেকেই শ্বশুর-শাশুড়ির সঙ্গে মিল নাই। প্রায় সময়ই বিবাদ লেগেই থাকতো।
তিনি বলেন, ঘটনার দিন আমি হাঁটতে গিয়েছিলাম। বাড়িতে শ্বশুর আর পুত্রবধূ ছিল। বাড়ি এসে দেখি বুক থেকে নাভি পর্যন্ত কাটা। নাড়ি ভুড়ি মাটিতে পড়ে আছে। পরে চিৎকার দিলে সবাই এসে নাড়িগুলো পেটের ভেতর ঢুকিয়ে দিয়ে হাসপাতালে নিয়ে যায়।
সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।