ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সারা দেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারা দেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গতকাল সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এগুলোর মধ্যে ছিল- কেক কাটা, দোয়া মাহফিল, বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভা ইত্যাদি।

ভোলা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র‌্যালি করেছে ভোলা জেলা বিএনপি। গতকাল দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমের নেতৃত্বে র‌্যালিটি শহরের মহাজনপট্টি, সদর রোড, বাংলা স্কুল মোড়, নতুন বাজার হয়ে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি পূর্ব সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেনিন। তিনি বলেন, দেশে নানা ষড়যন্ত্র চলছে। বিশেষ করে নির্বাচনকে ঘিরে। তবে বিএনপি অতীতেও নানা ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে এসেছে। এবারও কোনো ষড়যন্ত্রই বিএনপিকে থামাতে পারবে না। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবেই হবে। দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দলের অন্যান্য নেতারা। র‌্যালি পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক হারুন অর রাশিদ ট্রুম্যান, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, এনামুল হক, হুমায়ুন কবির সোপান, ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন প্রমুখ।

নোয়াখালী : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক আকাশ এতো পরিষ্কার নয়। বিভিন্ন ভাবে দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে রাজনৈতিক আকাশেও মেঘ ধরেছে। নির্বাচন নিয়ে কথা উঠেছে। বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপির সঙ্গে আছে। শুধু বিএনপি নয়, জনগণ আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নিবে। গতকাল নোয়াখালী প্রেসক্লাব সড়কে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। সাবেক চিফ হুইপ ও চেয়ারপার্সেনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, আমাদের বর্তমান নেতা তারেক রহমান। তিনি অনেক কষ্ট শিকার করেন, এমন কি শারীরিক নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার জন্য বিদেশ গিয়ে এখনও ফিরতে পারেন নি। তারেক রহমানকে দেশে ফেরাতে হলে নেতাকর্মীকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের কাছে আমাদের এমন ম্যাসেজ দিতে হবে বাংলাদেশে এমন কোনো শক্তি নাই যারা জিয়ার আদর্শ ও তারেক রহমানের ভবিষ্যত পরিকল্পনাকে ধ্বংস করতে পারে। জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপার্সেনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবিএম জাকারিয়া, গোলাম হায়দার বিএসি, সাবেক মন্ত্রী বরকত উল্যা বুলু সহধর্মিণী শমীমা লাকী প্রমুখ।

চাঁদপুর : জেলা বিএনপির দলীয় কার্যালয় সামনে থেকে সমাবেশ শেষে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্ল্যাহ সেলিমের নেতৃত্বে একটি বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের জোড় পুকুরপাড়, কালিবাড়ি, বায়তুল আমিন চত্তর, চিত্রলেখা মোড়, হাজী মহসীন রোড, ছায়াবানী রোড, নতুন বাজার হয়ে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী ও যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝির যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম উল্ল্যাহ সেলিম, সহ-সভাপতি দেওয়ান শফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুস সালাম, অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, অ্যাডভোকেট হারুনুর রশিদ, শাহজালাল মিশন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী।

সিরাজগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সিরাজগঞ্জে নানা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ভোরে শহরের ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং সকালে দলীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহিদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাল্যদান করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, রকিবুল হাসান রতন, ডা. এমএ লতিফ, আজিজুর রহমান দুলাল, ভিপি অমর কৃষ্ণ দাস, বিএনপি নেতা ভিপি শামীম খান, মির্জা মোস্তাফা জামান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন। বিকালে ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে। এ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয় এবং এ শোভাযাত্রায় বিভিন্ন ব্যানার বেস্টুনি হাতে ও বাদ্যযন্ত্র বাজানো হয়। প্রধান অতিথি হিসেবে এ শোভাযাত্রা উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তিনি এরআগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সংগীত শিল্পী কনকচাঁপা, সাবেক ডিআইজি সাঈদ হাসান খান ও জেলা বিএনপির নেতারা শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন।

টাঙ্গাইল : টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবে এসে শেষ হয়। এর আগে শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যান এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

মানিকগঞ্জ : বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলে প্রায় ২০ হাজার নেতাকর্মীর উপস্থিতিতে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গতকাল শহরের বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহিদ রফিক সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় শেষ হয়। পরে সেখানে জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ হোসেন খান, জেলা জজ কোর্টের পিপি আ ফ ম নুরতাজ আলম বাহার, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ জাদু, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান জিন্নাহ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ অঙ্গসংগঠনের নেতারা।

হবিগঞ্জ : হবিগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশাল বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল সোমবার দুপুরে জেলা শহরের শায়েস্তানগরস্থ কেন্দ্রীয় ঈদগাঁ থেকে র‌্যালি শুরু করে শহর প্রদক্ষিণ করে। এর আগে কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা তিনবারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র জি কে গউছ। সমাবেশ জি কে গউছ বলেন- বিএনপিকে ধ্বংস করার জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহিদ করা হয়েছিল। শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দণ্ড দিয়ে কারাবন্দি করে বিএনপিকে আবারও ধ্বংসের ষড়যন্ত্র করেছিল। র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, হাজী নুরুল ইসলাম, এম ইসলাম তরফদার তনু, হাজী এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর চৌধুরী, জেলা কৃষক দলের আহ্বায়ক মফিজুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরানসহ হাজার হাজার নেতাকর্মী।

ঝালকাঠি : বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঝালকাঠি শিল্পকলা একাডেমি ভবন চত্বরে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু, সদর উপজেলা সভাপতি এজাজ হাসান, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম আজম সৈকত, রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান, ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, শ্রমিকদল সভাপতি টিপু সুলতান প্রমুখ।

কুড়িগ্রাম : জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও মোড় প্রদক্ষিণ করে। এতে জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। পরে ঘোষপাড়ায এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও যুগ্ম-আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। বক্তারা বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা জানান, নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমাদের রুখতে হবে। আমরা কুড়িগ্রাম জেলা বিএনপির সবাই ঐক্যবদ্ধ আছি, যারা ভাবছেন আমাদের মধ্যে ঐক্য নাই, তারা ভুল ভাবছেন। আমরা সবই প্রকার ষড়যন্ত্র ঠেকাতে আগামীতেও ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ।

ব্রাহ্মণবাড়িয়া : গতকাল সোমবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে কেক কাটার পর এক আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন- জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সহ-সভাপতি এবিএম মুমিনুল হক, শফিকুল ইসলাম, তরিকুল ইসলাম রুমা, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজমসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এসময় উপস্থিত ছিলেন।

ফেনী : বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফেনী প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সাংসদ অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ খালেক, গাজী হাবিব উল্লাহ মানিক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন প্রমুখ। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, একটি মহল জাতীয় নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্রে মেতে ওঠেছে। তাদের সব ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে কাজ করার আহ্বান জানান।

ঝিনাইদহ : বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা পালিত হয়েছে। গতকাল বেলা ১১টায় শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর সংলগ্ন স্বাধীন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, ছাত্রদলের সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রমুখ।

মুন্সীগঞ্জ : গতকাল মুন্সীগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে নেতাকর্মীরা। শোভাযাত্রাটি প্রধান সড়ক ধরে সুপার মার্কেট সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ে সামনে এসে শেষ হয়। এর আগে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, ক্যাপ, টি-শার্ট পরে বাদ্যযন্ত্র বাজিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা শহরের বিএনপি কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। এতে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য একেএম ইরাদত মানু, সদস্য শহীদুল ইসলাম শহীদ, শেখ মো. আব্দুল্লাহ্, শাহাদাত হোসেন সরকার, আমির হোসেন দোলন, মমিন আলী, অপু চাকলাদার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রহিমা সিকদার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বীনা প্রমুখ।

গাইবান্ধা : বর্ণাঢ্য আয়োজনে আনন্দ, উচ্ছাসে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গতকাল গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, জিয়া পরিষদ, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। দলীয় কার্যালয় চত্বরে জেলা সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় বক্তব্য দেন- কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি মো. শহিদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু ও আনিছুর রহমান নাদিম প্রমুখ।

নাটোর : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশের বিএনপি দলের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জিয়া পরিবার। বেগম জিয়াসহ অসংখ্য নেতাকর্মীকে জেলে দিয়েছিল। গতকাল শহরের কানাইখালী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশে তিনি এসব কথা বলেন। দুলু আরও বলেন, সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন কেন্দ্র করে একটি দল ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ মাঠে নেই, বিএনপির প্রতিদ্বন্দ্বী জামায়েত ইসলাম তাই জামায়াত ইসলাম সম্পর্কে সজাগ এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া জনসভায় তিনি বেগম জিয়াও তারেক রহমানের পক্ষে নেতা কর্মীদের উদ্দেশে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানান। সমাবেশে আরও বক্তব্যে দেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, বাবুল চৌধুরি, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য মো. শহিদুল ইসলাম বাচ্চুসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রংপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণভাবে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আমিনুল ইসলাম, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকুসহ জেলা ও মহানগরের নেতারা। আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি সব সময় দেশের সংকটময় পরিস্থিতি উত্তরণে ভূমিকা রেখেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা বিএনপিকে ফ্যাসিবাদবিরোধী একমাত্র দল আখ্যায়িত করে বলেন, রংপুরে বিএনপিকে নিয়ে একটি মহল চক্রান্ত চালাচ্ছে। কোনো নেতাকর্মী যেন এ ধরনের চক্রান্তকারীদের আশ্রয়-প্রশ্রয় না দেয় সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত