ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শ্রীনগরে আট ঘর পুড়ে ছাই

শ্রীনগরে আট ঘর পুড়ে ছাই

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ২নং পূর্ব বেজগাঁও এলাকায় গত রোববার রাত ৯টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পাঁচজন মালিকের ৮টি টিন ও কাঠের বসত ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রীনগরসহ আশপাশের তিনটি ফায়ার স্টেশন থেকে মোট ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সহযোগিতা করেন। একটি ঘরের গ্যাস সিলিন্ডারের চুলায় পুডিং রান্না করার সময় আগুন লেগে তা দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া ঘরের মালিকরা হলেন- বাদল শেখ, লিমা আক্তার, আক্কাস শেখ, জহুরুল শেখ। সবগুলো ঘরই কাঠ ও টিনের তৈরি এবং বসতবাড়ি হিসেবেই ব্যবহৃত হতো। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত