
সাতক্ষীরার তালায় খাদ্যে বিষ মিশিয়ে এক বৃদ্ধকে হত্যা ও তার পরিবারের পাঁচ সদস্যকে হত্যার চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। গত মঙ্গলবার নিহত বেলায়েত গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী বাদী হয়ে সাতক্ষীরা আমলি আদালত-১-এ মামলাটি করেন। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার মামলাটি গ্রহণ করেছেন। তিনি তালা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন, এ বিষয়ে থানায় কোনো মামলা হয়েছে কি না, তা সাত দিনের মধ্যে আদালতকে জানাতে। মামলার আসামিরা হলেন- তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের সিরাজ শেখ, তফুর শেখ ও আব্দুল গফুর শেখ, একই গ্রামের রফিকুল শেখের ছেলে মঈন শেখ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট রাতে জাহাঙ্গীর গাজী বাড়ি ফিরে দেখেন তার পরিবারের সবাই অচেতন অবস্থায় পড়ে আছেন। তিনি চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ২৩ আগস্ট অবস্থার অবনতি হলে বেলায়েত গাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
২৫ আগস্ট সকালে তিনি মারা যান। এজাহারে বলা হয়েছে, ২২ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে আসামিরা খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয়।
বাদী জানান, তার স্ত্রী রোনা বেগম সুস্থ হওয়ার পর জানিয়েছেন, আসামিরা ঘটনার আগে তাদের বাড়িতে এসেছিলেন। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, প্রধান আসামি সিরাজ শেখ একজন লম্পট প্রকৃতির লোক। তিনি জাহাঙ্গীরের স্ত্রী রোনা বেগমকে কুপ্রস্তাব দিতেন।