ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নবীনগরে অভিভাবক সমাবেশ

নবীনগরে অভিভাবক সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঐতিহ্যবাহী লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক রুবেল মিয়ার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন- ঢাকা গুলশান কমার্স কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি নাহরিন ফারহানা পপি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম, ফেরদৌস আহমেদ চৌধুরী, আরএনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন খান, কেজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জাহান কবির, সুজন নবীনগর উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক এমকে জসিম উদ্দিন, অভিভাবক প্রতিনিধি আরিফা আক্তার, সঞ্জীব ভট্টাচার্য, আলমগীর হোসেন, মতিউর রহমান, জাকিয়া আক্তার, বুরহান উদ্দিন, অভিভাবক মো. আলাউদ্দিন, মোবারক হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, নবীনগরের মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ এরইমধ্যে সুনাম অর্জন করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত