
শিক্ষানগরী খ্যাত রংপুর মহানগরীর কারমাইকেল কলেজ সংলগ্ন লালবাগের পাশে মূল সড়কের ধারে ময়লার স্তুপের পাগল করা দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, পথচারী, দোকানি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুর্গন্ধযুক্ত এই সড়ক দিয়ে যেতে হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ ও কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের। এছাড়াও এই সড়ক দিয়েই যেতে হয় রংপুর নগরীর শাপলা চত্বর, জাহাজ কোম্পানি, মেডিকেল, কামারপাড়া বাসস্ট্যান্ডে, অন্যদিকে মডার্ন, দর্শনা পার্কেরমোড়, সাতমাথাসহ দেশের সব জেলা। অথচ এ সড়কেই কলেজ প্রাচির সংলগ্ন বিশাল আকারের একটি ময়লার স্তুপ রয়েছে, যা রংপুর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি এসে সকালে একবার পরিস্কার করে যায়। এ স্তূপের কারণে এই সড়কের ধারে পচা দুর্গন্ধযুক্ত ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে ময়লা। স্তূপের পাগল করা দুর্গন্ধ অনেক দূর পর্যন্ত ছড়াচ্ছে। ফলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া সাধারণ পথচারী শিক্ষার্থী ও যানবাহনের যাত্রীরা পড়েছে চরম বেকায়দায়। নাকে রুমাল, মাক্স বা হাত দিয়ে ঢেকেও দুর্গন্ধ ঠেকানো যাচ্ছে না। অন্যদিকে পরিবেশ দূষণ হচ্ছে।
এ ব্যপারে স্থানীয় বাসিন্দা টিটু মিয়া, স্বপন, আলিম, রুহুলসহ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এই এলাকার বাসিন্দারা এই পথ ধরেই বিভিন্ন স্থানে যাতায়াত করে। কিন্তু এই ময়লার স্তুপের দুর্গন্ধ এতটাই প্রকট যে, নাকে কোনো কিছু ব্যবহার করেও কোনো কাজ হয় না, স্থানটি দিয়ে এক প্রকার দৌড়ে যেতে হয়। পাগল করা দুর্গন্ধে দম বন্ধ হওয়ার উপক্রম হয়, যদি সিটি কর্পোরেশন এই ময়লার স্তুপ ভালোভাবে ম্যানেজমেন্ট করতে না পারে, তাহলে স্তূপটি যাতে বন্ধ করে দেয়।
স্থানীয় বাসিন্দা স্বপন, মেহেদি হাসান বলেন, এই ময়লার স্তূপের পাশেই রয়েছে লালবাগ বাজার, কারমাইকেল কলেজ, কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, ক্যাডেট কলেজসহ বহু রাস্তার সমাগম রয়েছে। তাই এটার ব্যবস্থা নেয়াটা খুবই জরুরি। কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা বলেন আমরা এই রাস্তা দিয়ে দুর্গন্ধের জন্য চলাচল করতে পারি না। নাক ঢেকেও কোনো কাজ হয় না। তাই সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বলবো যেন এই ময়লার স্তূপের দ্রুত ব্যবস্থা নেয়। নচেৎ দেখা যাবে পরবর্তীতে এর জন্য আন্দোলনও করা লাগতে পারে।
রংপুর সিটি কর্পোরেশনের বজ্য শাখার শাখা ইন্সপেক্টর হরকাতুল জিহাদ মুন্সী বলেন, রংপুর সিটি কর্পোরেশনের মহানগরীর জন্য ৮টি টিন শেডসহ ডাস্টবিনের অনুমোদন হয়েছে। এরমধ্যে একটি লালবাগের ওখানে হবে। আশা করছি ডাস্টবিন হলে আর কোনো সমস্য থাকবে না।
রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা (অঞ্চল-৩) মাসুদ হাসান, লক্ষী সিনেমা হলের ডাস্টবিন টি বন্ধ হওয়ার কারণে লালবাগ এলাকায় চাপটি একটু বেশি পড়েছে। সে কারণে নগরীর ২০,২১,২২,২৭,২৮ নং ওয়ার্ডের সব ময়লার চাপ সেখানেই পড়েছে। সিটি কর্পোরেশন নগরীর জন্য ৮টি ডাস্টবিনের অনুমোদন হয়েছে। আশা করছি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে।