
গ্রাহকের ঋণ দেওয়ার কথা বলে গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার বেকের বাজার দক্ষিণ নেয়াজপুর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিরুদ্ধে। অর্থ আত্মসাতের অভিযোগ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফার বিরুদ্ধে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০০৭ সালে এলাকার স্থানীয় কিছু লোককে সঙ্গে নিয়ে দক্ষিণ নেয়াজপুর বহুমুখী সমবায় সমিতি (রেজি নং- ৬১) নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। স্থানীয় লোকজনকে গ্রাহক বানিয়ে দৈনিক, মাসিক ও এককালীন বিনিয়োগ নেওয়া শুরু করে প্রতিষ্ঠানটি। গত মঙ্গলবার নির্ধারিত তারিখে ঋণ নিতে এসে দেখেন অফিস তালাবদ্ধ। সমিতির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তাফার মুঠোফোন বন্ধ রয়েছে।
বুচিপুর এলাকার গ্রাহক শাহীনা আক্তার পাখি জানান, গত ২০ আগস্ট আমাকে ২০ লাখ টাকা লোন দিবে বলে ২ লাখ ২০ হাজার টাকা জামানত নিয়েছে মোস্তফা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে অফিসে গিয়ে দেখি তালাবদ্ধ। তার মুঠোফোন বন্ধ।
গ্রাহক সাজেদা আক্তার সোনিয়া জানান, ৭ লাখ টাকা ঋণের বিপরীতে ৭৫ হাজার টাকা জমা দিয়েছি। ঋণ নিতে এসে দেখি অফিসে তালাবদ্ধ। সমিতির সভাপতি মোস্তফার মুঠোফোন বন্ধ রয়েছে। তার বাড়ি গিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি। রুনা আক্তার জানান, ৫ লাখ টাকা ঋণ দেবে বলে ৫৫ হাজার টাকা জামানত হিসেবে নিয়েছে।