ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

যশোরে সিআইডি সদস্যদের ওপর হামলা

যশোরে সিআইডি সদস্যদের ওপর হামলা

যশোর সদর উপজেলার রাজারহাটে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট- সিআইডির যশোর জোনের একটি দল। হামলায় শহীদুল ইসলাম নামে একজন কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।

সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে সিআইডি যশোর জোনের একটি দল মাদকের বড় চালান সংক্রান্ত একটি গোপন খবর পেয়ে অভিযান চালায়। কয়েকজন অফিসার এবং কয়েকজনের কনস্টেবল ওই অভিযানের নেতৃত্বে ছিলেন। রাজারহাট এলাকায় মাদক ব্যবসায়ীদের কয়েকটি ডেরায় অভিযান পরিচালনার সময় মাদক ব্যবসায়ীরা উল্টো ধাওয়া করে সিআইডির ওই টিমকে। এ সময় সিআইডির কনস্টেবল শহিদুল ইসলাম আহত হন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে এ ঘটনায় সিআইডির একজন সাব ইন্সপেক্টর থানায় মামলা করেছেন। সিআইডির ইন্সপেক্টর তুষার জানিয়েছেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত