ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঝালকাঠিতে রোভার স্কাউট সদস্যদের মধ্য সনদ বিতরণ

ঝালকাঠিতে রোভার স্কাউট সদস্যদের মধ্য সনদ বিতরণ

ঝালকাঠি জেলা রোভার স্কাউট নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পরে ট্রাফিক দায়িত্ব পালন করা স্কাউট কর্মকর্তা ও রোভার স্কাউট সদস্যদের বাংলাদেশ রোভার স্কাউট প্রদত্ত সনদ প্রদান করা হয়। জেলা রোভার স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা রোভার স্কাউটসের কমিশনার আইয়ূব আলী তালুকদার, হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মু. শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাউথ বেঙ্গল রোভার স্কাউটের সম্পাদক এসএম রেজাউল করিম, রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাচিলাপুর কিস্তাকাঠি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোসলেম আলী সিকদার, আমুয়া কলেজের লায়লা আরজুমান বানু।

সভার সভাপতি জেলা প্রশাসক বলেন, যখন রাস্তায় পুলিশ ছিল না, তখন রোভার ও বিএনসিসিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ভলান্টিয়ারগণ যানজট মুক্ত রাখতে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রে এরকম একটি টিম প্রস্তুত থাকা ভালো। ক্রাইসিস মুহূর্তে এরা দেশ সেবায় নিয়োজিত হয়। তিনি প্রতিটি প্রতিষ্ঠানে রোভার স্কাউটের ইউনিট খোলার পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, স্কাউট শিক্ষার্থীদের ভালো কিছু শিক্ষা দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত