
কুড়িগ্রামে ফুলবাড়ীতে উপজেলা প্রেসক্লাবের নিয়মিত কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। এ নির্বাচনে দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি জাকারিয়া মিঞা সভাপতি হিসেবে ও চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম জেলা বিএমএসএফ এর সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ফুলবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক ও যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এইচএম বাবুল, সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন- উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ হারুন।