
ব্যতিক্রমী দৃষ্টন্ত গড়েছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। দায়িত্ব নেওয়ার মাত্র এক বছর পার না হতেই সততা, নিষ্ঠা ও মানবিক নেতৃত্বের মাধ্যমে বদলে দিয়েছেন গোটা উপজেলা প্রশাসনের চিত্র। অর্জন করেছেন এলাকাবাসীর ভালোবাসা, বিশ্বাস আর অকুণ্ঠ প্রশংসা। গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকেই স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত জনপ্রশাসন গড়তে দিনরাত কাজ করে যাচ্ছেন ফাহমিদা আফরোজ। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বর্তমান সরকারের সব এজেন্ডা বাস্তবায়নের পাশাপাশি সমাজের আপামর মানুষের সার্বিক কল্যাণে নিরন্তর ব্যস্ত থাকেন তিনি। ফাহমিদা আফরোজ প্রশাসনের কাজে যেমন দক্ষ, তেমনি একজন মানবিক মানুষও। তিনি গুরুদাসপুরের মানুষের জন্য অনেক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। তার কর্মদক্ষতায় গুরুদাসপুর উপজেলাবাসী মুগ্ধ। জনসেবাই জনপ্রশাসন’ এ বাক্যটির বাস্তব উদাহরণ যেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ। উপজেলা প্রশাসনের দায়িত্বের পাশাপাশি একাধারে উপজেলা পরিষদ ও পৌরসভার প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমির) অনেক দায়িত্ব পালন করছেন তিনি।
দপ্তরের কাজের পাশাপাশিও তিনি উপজেলার বিভিন্ন হতদরিদ্র, প্রতিবন্ধী, বৃদ্ধ-বৃদ্ধা, গরিব মেধাবী ছাত্র-ছাত্রীর পাশে সহযোগিতার হাত বাড়ানো প্রতিদিনের রুটিনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। রাতদিন এভাবেই তার ওপর অর্পিত দায়িত্ব ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। যেখানেই আইনের লঙ্ঘন সেখানে প্রয়োজন অনুযায়ী মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা তো রয়েছেই। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন রোধ, কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে মালামাল মজুদকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠায় মোবাইল কোর্ট পরিচালনা করা, রাস্তাঘাটের উন্নয়নমূলক কাজ। যোগদানের পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও আর্তমানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করে এরইমধ্যে তিনি ব্যাপক সুনাম কুড়িয়েছেন। সৎসাহস ও সদিচ্ছা থাকলে একজন মানুষ অনেক কিছু বদলে দিতে পারেন তা প্রমাণ করে দিয়েছেন তিনি।
তিনি গুরুদাসপুর তথা চলনবিলের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, চলনবিল দেশের একটি বৃহত্তম বিল এটি দর্শনার্থীদের একটি পর্যটনীয় স্থান, চলনবিলে জীববৈচিত্র্য রক্ষায় থাকবে আমাদের অসম্ভব নিয়ম ভূমিকা, তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছিলেন গুরুদাসপুরে এক ইঞ্চি মাটিতেও অবৈধভাবে পুকুর খনন করতে দেওয়া হবে না, তিনি তার প্রতিশ্রুতি দেওয়া কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করায় গুরুদাপুরের মানুষের হৃদয়ে স্থান পেয়েছেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ বলেন, আমি যা করেছি সরকার কর্তৃত্ব অর্পিত দায়িত্ব মাত্র। সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছি। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে সবার সহযোগিতার প্রত্যাশা কামনা করছি।