
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
গত শনিবার কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার রেদোয়ান খান। এ সময় ভোট কার্যক্রম পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ জেলা বিএনপির অন্য নেতারা। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জয়নাল আবেদীন বাচ্চু ও শওকতুল ইসলাম শকু। ৯৩৫ ভোটারের মধ্যে ৪৯৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জয়নাল আবেদীন বাচ্চু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকতুল ইসলাম শকু পেয়েছেন ৪২৫ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল জামাল (৩৬০ ভোট)।