
ফরিদপুরের সদর উপজেলার দক্ষিণ আলিপুর মহল্লা থেকে সেনা ও পুলিশ যৌথবাহিনী অভিযান চালিয়ে একটি অবৈধ ডাবল ব্যারেল গান উদ্ধার করেছে। অভিযানে অবৈধ অস্ত্রসহ মাহফুজুর রহমান সবুজপক আটক করা হয়। গত শনিবার রাতে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে দক্ষিণ আলিপুর মহল্লার মাহফুজুর রহমান সবুজের বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।