
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান বাধাগ্রস্ত করতে একটি কুচক্রী শক্তি গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা মরিয়া হয়ে উঠেছে। ইনশাল্লাহ কোনো অপশক্তি কিছুতেই ফেব্রুয়ারির নির্বাচন বন্ধ করতে পারবে না। কারণ দেশের আপামর জনগণ নির্বাচন চায়। তারা ভোটের মাধ্যমে একটি দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে চায়। জনগণই নির্বাচন বিরোধী সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিবে। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করছে। গত শনিবার সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি সদরে পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। ড. মোশাররফ বলেন, জামায়াতকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, এ কথা ঠিক নয়। আমরা সবাই মনে করি, জামায়াত একটা ইসলামী দল, কিন্তু এটা কোনো ইসলামী দল না। এটা একটা রাজনৈতিক দল, শুধু নামটা ব্যবহার করে ইসলাম।
দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। পৌর বিএনপির সদস্য সচিব কাউছার আলম সরকারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কেএম সামছুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল হাশেম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ সাত্তার, কামাল হোসেন, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাক সরকার, মাহাবুব হোসেন হিরণ, খন্দকার বিল্লাল হোসেন সুমন প্রমুখ।