ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আ.লীগ অত্যাচারের স্টিমরোলার চালিয়েছে

বললেন আলতাফ হোসেন চৌধুরী
আ.লীগ অত্যাচারের স্টিমরোলার চালিয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, গত ১৫ বছর ধরে আ.লীগ তাদের রাজনৈতিক অত্যাচারের ‘স্টিমরোলার’ আমাদের ওপর চালিয়েছে। মিথ্যা মামলা, জেলজুলুম ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছি। তবে গত বছরের ৫ আগস্টের পর আওয়ামী লীগ মাঠে অনুপস্থিত থাকার কারণে তখন কোনো পুলিশি অত্যাচার বা নির্যাতন ছিল না। এখন বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও অত্যাচার চালানো হচ্ছে, তাই তাদের চিহ্নিত রাখতে হবে। সময় এলে যারা অত্যাচার করছে, তারা পালাতে বাধ্য হবে। গতকাল রোববার পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও সদস্য ফরম নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা যখন দেশে অনুপস্থিত ছিলেন, তখন কোনো দেশ তাকে আশ্রয় দেননি, কেবল পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। ভারতের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র চালানো হচ্ছে। বিএনপি একটি বড় দল, সহজে ভাঙানো যায় না।

তারেক রহমান বহুবার বলেছেন, আগামী নির্বাচন যত সহজ মনে করেন, আগামী নির্বাচন সহজ হবে না- উল্লেখ করে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচনের জন্য ক্যাম্পেইন করতে হবে, আপনাদের মুখে হাসি থাকতে হবে, কথায় মিষ্টি থাকতে হবে।

মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সাবেকসদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. মহসীন উদ্দিন, জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ আলম গোলদার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত