ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নাসিরনগরে খাদ্যবান্ধবের ১৭২ বস্তা চাল উদ্ধার

নাসিরনগরে খাদ্যবান্ধবের ১৭২ বস্তা চাল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধভাবে মজুত করা খাদ্যবান্ধবের ১৭২ বস্তা সরকারি চালসহ দুইজনকে আটক করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন উপজেলা সদর বাজারের গৌর মন্দির সংলগ্ন এলাকায় দুই দোকানে অভিযান পরিচালনা করে এই চাল উদ্ধার করেন।

স্থানীয় সূত্র জানায়, সরকার সম্প্রতি হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য বিশেষ কার্ডের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে। নাসিরনগরে প্রায় ১১ হাজার উপকারভোগীর জন্য এ চাল বরাদ্দ রয়েছে। তবে চাল বিতরণ শুরুর আগেই মোতাহারের দোকান ঘর থেকে ১৫০ বস্তা ও রহমত আলীর দোকান ঘর থেকে ২২ বস্তা। সেই সঙ্গে ১৫০টি খালি বস্তা, একটি ওজন যন্ত্র এবং একটি বস্তাা সেলাইয়ের যন্ত্র জব্দ করা হয়। আটক করা হয় দু’জন শ্রমিককে। আটকরা হলেন- নাসিরনগর উপজেলার আশুরাইল গ্রামের শাহ কামাল (৩৮) ও জুয়েল মিয়া (৪০)। আটককৃতদের রাতেই ৩ দিন করে জেল দেন ভ্রাম্যমাণ আদালত। পলাতক রয়েছেন দোকানের মালিক মোতাহার মিয়া ও রহমত আলী। খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, আমাদের গুদাম থেকে নিয়মিত ডিলাররা চাল নিয়ে যাচ্ছেন এবং তাদের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। কীভাবে এসব সরকারি বস্তা দোকানে এলো, তা দোকানদার ও সংশ্লিষ্ট ডিলাররা ভালো জানবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন জানান, এ চাল পাচারের উদ্দেশে মজুত করা হয়েছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত