
প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে বোয়ালখালী উপজেলার স্যার আশুতোষ সরকারি কলেজের শিক্ষার্থী পাভেল মহাজন।
গত বাংলাদেশ স্কাউটসের পরিচালক মোসা. মাহফুজা পারভীন স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বলা হয়, ২০২৩ সালের জাতীয় পর্যায়ের প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য পাভেল মহাজনসহ পাঁচজনকে মূল্যায়নের মাধ্যমে মনোনীত করা হয়েছে।
পাভেল নগরীর চান্দগাঁও মধ্যম মোহরা ব্রাহ্মণপাড়ার দিলিপ মহাজন ও রূপনা মহাজন দম্পতির সন্তান। তিনি স্যার আশুতোষ সরকারি কলেজে হিসাববিজ্ঞান বিভাগের (অনার্স) শিক্ষার্থী।
কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর বলেন, জাতীয় পর্যায়ে পাভেলের এ অর্জন সত্যি প্রশংসনীয়। এ অর্জন চট্টগ্রামের রোভার স্কাউটে আরেকটি স্বর্ণ পালক যুক্ত করেছে।
এছাড়া পাভেলের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম জেলা রোভার কমিশনার প্রফেসর ফজলুল কাদের চৌধুরী ও সম্পাদক বোরহান উদ্দিন। এর আগে গত ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ২০২৩ সালের জাতীয় পর্যায়ের ‘প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ প্রার্থীদের লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ‘প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ এর জন্য পাঁচজন রোভার স্কাউটকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।