ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য:

রংপুর : গতকাল বাদ আসর রংপুর নগরীর দর্শনা বিএন স্কুল ও কলেজ মাঠে এই কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে দর্শনা মোড় এলাকাবাসী। রংপুর মহানগর ওলামা দলের আহ্বায়ক মাওলানা জামাল উদ্দীন ফয়জীর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য ও রংপুর সদর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুলতান আলম বুলবুল, মহানগর বিএনপির সদস্য শাহিনুল ইসলাম শাহীন, জামিল খান, রংপুর সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর শাফিউল ইসলাম শাফি, দর্শনা বিএন স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ আকম আনোয়ারুল ইসলাম দুলাল, বর্তমান অধ্যক্ষ নুরুজ্জামান বকুল অবসরপ্রাপ্ত অধ্যাপক শফিউল আলম, মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব আরিফুল ইসলাম, মহানগর ওলামা দলের যুগ্ন আহ্বায়ক মাও আজিজুল ইসলাম তুর্কী, ১৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন পলাশ, সহ সাধারণ সম্পাদক হায়দার আলী পলাশ, সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম মুকুল, ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান মিলন, সাধারণ সম্পাদক আবু আলী মিঠু, ৩২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সাকু, ২৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিন, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, বাংলাদেশ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক ফোরাম রংপুরের সভাপতি এজিএম আব্দুর রাজ্জাক লাভলু, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ লিয়ন, বিএনপি নেতা মাসুদ পারভেজ মজনু, দর্শনা মোড় ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি রাকিব হাসান রাজিব, দর্শনা মোড় জামে মসজিদের ইমাম মাওলানা ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠন, স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করাসহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়।

রাজৈর (মাদারীপুর) : ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মিল্টন বৈদ্য কান্নাজড়িত কন্ঠে বলেন, আমাদের সুস্থ মা’কে আদালতে দিয়ে আসলাম। কিন্তু ওই ক্যাঙ্গারু কোর্ট মিথ্যা মামলায় তাকে দিনের পর দিন জেলে রেখে স্লো-পয়েজনিং করা হয়েছে। দেশের অখণ্ডতা রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, যার যার ধর্মকে সুন্দর ভাবে পালন করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য আমাদের নেত্রীর বেঁচে থাকার দরকার। আসুন পরম করুণাময় রাব্বুল আলামিনের কাছে দেশনেত্রীর জন্য দুহাত তুলে দোয়া করি। গতকাল মাদারীপুরের রাজৈর পৌর ঈদগাহ মাঠে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রিয় নেত্রীর দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়েন মিল্টন বৈদ্য। দোয়া শেষে প্রায় তিন হাজার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

মিল্টন বৈদ্য আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি এদেশের জন্য তার স্বামী ও সন্তানসহ শেষ সম্বল বাড়ি ঘরকে হারিয়েছেন। কিন্তু তিনি এদেশের জনগণের জন্য স্বৈরাচারের সঙ্গে একবিন্দু পরিমাণ আপোস করেননি। ২০১৩ সালের ৫ই মে যখন নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা, সেদিন প্রতিবাদ করেছিলেন আমাদের মা বেগম খালেদা জিয়া। তাকে বিনা অপরাধে মাসের পর মাস, বছরের পর বছর জেলে রেখে স্লো-পয়েজনিং করেছে ফ্যাসিস্টরা। এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক তাজুল মাতুব্বর, রাজৈর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ একরাম হাসান, উপজেলা শ্রমিকদলের সভাপতি হারুন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসান খান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনির মৃধা এবং উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জুসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী প্রমুখ।

ভৈরব (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের ভৈরবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ভৈরব প্রেসক্লাবের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম। এছাড়াও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপির নেতাকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নোয়াখালী : বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন শেখ হাসিনা হিংসার বশবর্তী হয়ে জেলখানায় রেখে বেগম জিয়াকে স্লো-পয়েজনিং করেছে।

গতকাল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহ পুর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যেই সমস্ত জটিলতা আছে, তা কাটিয়ে অতিদ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমাদের নেতৃত্ব দিবেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাখী, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ দাস, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহসিন আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত