ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ময়মনসিংহ-৪ আসনে বিএনপির প্রার্থী ওয়াহাব আকন্দ

ময়মনসিংহ-৪ আসনে বিএনপির প্রার্থী ওয়াহাব আকন্দ

ময়মনসিংহ-৪ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের প্রবীণ নেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির যাচাই-বাছাই শেষে স্থগিত হওয়া এই আসনে একাধিক প্রার্থীর মধ্য থেকে নেতৃত্ব, জনপ্রিয়তা ও সাংগঠনিক তৎপরতার ভিত্তিতে আবু ওয়াহাব আকন্দকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে দলটি। তিনি বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। বিগত দিনে হামলা-মামলা উপেক্ষা করে দলের স্বার্থে সর্বোচ্চ সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত তার পরিচিতি রয়েছে বলিষ্ঠ নেতা হিসেবে। বহু জল্পনাকল্পনা শেষে মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর তিনি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটা ময়মনসিংহ বিএনপির সব নেতাকর্মীর সম্মিলিত বিজয়। আমি গণমানুষের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। বিগত দিনে গুরুত্বপূর্ণ এই আসনে থেকে অনেক নেতারা দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত ছিল। আমাকে মনোনয়ন ঘোষণার পর থেকেই দলের সমর্থক ও কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।

দলীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন- দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বিগত ২০১৮ সালের সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি ২০১৮ সালের সংসদ নির্বাচনে মাত্র কয়েক ঘণ্টার ভোটে প্রায় লক্ষাধিক ভোট পেয়ে রেকর্ড সৃষ্টি করেছিলেন সারা দেশে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত